দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে দুই দিনের ব্যবধানে তাপমাত্রা আবারও কমে ৮ দশমিক ৮ ডিগ্রির ঘরে নেমেছে। ঠাণ্ডা বাতাস ও কনকনে শীতে মৃদু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে উত্তরের এই জেলা। সকাল নয়টার দিকে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এর ৩ ঘণ্টা আগে একই তাপমাত্রা রেকর্ড করা হয়। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। জেলার তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

উত্তরের ঠাণ্ডা বাতাসের সঙ্গে কুয়াশার ফলে জেঁকে বসেছে শীত। তীব্র এই শীতে কাবু হয়ে পড়েছে উত্তরের এই জনপদের মানুষ। সকালে সূর্যের দেখা মিললেও ছিল নিরুত্তাপ। শীতের দাপটে কাবু হয়ে পড়ছেন স্থানীয়রা। কনকনে শীতে নিম্ন-আয়ের লোকজনের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। ঠাণ্ডা বাতাসে কাবু হয়ে পড়া কর্মজীবীরা গরম পোশাকে জীবিকার সন্ধানে ছুটে চলছেন। পাশাপাশি অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

 

Recommended For You