বইমেলায় আসছে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীর লেখা বই

‘এবারের একুশে বইমেলায়‘ আসছে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ লেখা প্রথম শিশু কিশোরের ছড়ার বই ‘বাবা যখন ছোট ছিলেন‘।  

আব্দুল্লাহ আল মারুফ সোহরাওয়ার্দী কলেজের ইসলামের স্টাডিজ বিভাগের স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থী। তার প্রথম লিখা ‘বাবা যখন ছোট ছিলেন’ এটি একটি একক শিশুতোষ ছড়ার বই। একুশে বইমেলার প্রিয় বাংলা প্রকাশন স্টলে (স্টল নংঃ ৪০১-৪০২) পাওয়া যাবে।

প্রথম শিশুতোষ ছড়ার বই প্রকাশের বিষয়ে তরুণ লেখক আব্দুল্লাহ আল মারুফ বলেন, “আমার প্রথম শিশুতোষ ছড়ার বই আসছে এবারের বইমেলায়। আসলে বাবা নিয়ে তো অনেক লেখা হয়। আমি ভিন্ন ধাচের শিশুতোষ ছড়া লেখার চেষ্টা করেছি।

আমার অনুপ্রেরণা যুগিয়েছে রাশিয়ার বিখ্যাত লেখক আলেক্সান্দার রাস্কিন এর “WHEN THE FATHER WAS LITTLE” উপন্যাসটি। আপনাদের ঘরের শিশুদের বইটি উপহার দিবেন। তারা খুব মজা পাবে”।

শেয়ার করুন:

Recommended For You