
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনার্স (সম্মান) ২য় বর্ষের কলা অনুষদের ইংরেজি বিভাগের ছাত্র সঞ্জয় হরিজন। সে করিমগঞ্জ উপজেলার পৌর এলাকার দলিত (হরিজন) সম্প্রদায়ের একজন নাগরিক। তার বাবা করিমগঞ্জ থানার স্বল্পবেতনভুক্ত একজন পরিচ্ছন্ন কর্মী। ১ম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত তার পড়াশোনার জার্নি ছিল খুবই দুর্বিষহ। সেই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এর গন্ডি অতিক্রম করতে অনেক দুর্যোগ মোকাবেলার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে প্রবেশ করেছে।
ঢাকা শহরে পড়াশোনার খরচ চালানো তার পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পরেছে। ফলে তার পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম। এ অবস্থায় তার পড়াশোনার খরচ চালাতে করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সরকারের কাছে আর্থিক ভাবে সাহায্যের জন্য আবেদন করেছে। কিন্তু সাহায্যের আবেদন করার ১ মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত কোন সহযোগীতা পাই নি সে। যার ফলে তার পড়াশুনার খরচ চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তীক্ষ্ম বুদ্ধিসম্পন্ন প্রখর মেধাবী এমন একজন ছাত্র আর্থিক সমস্যার কারণে পড়াশুনা চালাতে পারবে না তা মেনে নিতে পারছেনা স্থানীয় এলাকাবাসী।তাই সরকার সহ সমাজের বিত্তবান দের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে স্থানীয়রা।
এ বিষয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলী জানান,আবেদনটি কি অবস্থায় আছে সেটি দেখে তাকে সহযোগীতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিবো আমরা।