জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত  

জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্দেশক্রমে (৩১জানুয়ারি) বুধবার ডেমরায় আলম’স রেস্তোরায় উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ঢাকা বিভাগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের শুরুতেই ঢাকা বিভাগের কার্যকরী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে- সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে ৮টি জেলার প্রতিনিধিগণ ভোট প্রদান করেন। 

এ নির্বাচনে ঢাকা বিভাগীয় প্রতিনিধি নির্বাচিত হন সভাপতি পদে- মোহাম্মদ আনিসুর রহমান প্রধান, সহ-সভাপতি পদে- ডা: ফাইজুর রহমান সহ আরো চারজন, সাধারণ সম্পাদক পদে- মোহাম্মদ মুসা খান রানা, যুগ্ম সাধারণ সম্পাদক- মো: সফিকুল ইসলাম প্রধান সহ আরো তিনজন, সাংগঠনিক সম্পাদক পদে- মাহফুজ খান, দপ্তর সম্পাদক- তানভীর ইসলাম, কোষাধ্যক্ষ- মোঃ আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক- পাভেল খন্দকার রাফি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক- রাকিব ভূঁইয়া, সমাজ কল্যাণ সম্পাদক -জাহিদুর রহমান বকুল, ধর্ম বিষয়ক সম্পাদক- ডা: আজাহার ইসলাম, আইন বিষয়ক সম্পাদক-সাইফুল ইসলাম মানিক, মানবাধিকার সম্পাদক- মো: আওলাদ হোসেন সহ কার্যনির্বাহী সদস্য মোট ৮জন।

বিভাগীয় সম্মেলনের দ্বিতীয় পর্যায়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি, শিক্ষক, সাংবাদিক, কলামিস্ট, মোহাম্মদ আলতাফ হোসেন, আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোহাম্মদ কামরুল ইসলাম, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মো: শাহজাহান মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো: আবুল বাশার মজুমদার, লায়ন শিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো(যুগ্ম মহাসচিব), মোহাম্মদ ফরিদ খান (প্রতিষ্ঠাতা সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব) অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান প্রধান।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত, জাতীয় সংগীত এবং বিভাগীয় প্রতিনিধিদের পরিচিতি এবং জেলা পর্যায়ের সাংবাদিক নেতাদের স্বাগত বক্তব্য। এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিক নেতারা বলেন, সারা বাংলাদেশে সাংবাদিকদের নিপীড়ন-নির্যাতন পেশাগত দায়িত্ব পালনে মামলা- হামলা শিকার সহ প্রশাসনিক হেনস্তায় জড়িয়ে পড়েন। সাংবাদিকদের প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে ফিরে আসতে সাংবাদিকদের একাত্ব হয়ে সংগঠনমুখী হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে এর কোন বিকল্প নাই। জাতীয় সাংবাদিক সংস্থা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি সাংবাদিক রেজিস্টার সংগঠন। তাই আসুন আমরা সকলে সংগঠনকে ভালোবেসে দেশ ও জনগণের কল্যাণে মূল ধরার সাংবাদিকতায় ফিরে আসি।

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাংবাদিক নেতারা ঢাকা বিভাগের নির্বাচিত কমিটিকে মেডেল পড়িয়ে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

শেয়ার করুন:

Recommended For You