ঠাকুরগাঁও জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতে দুর্ভোগ কমেনি। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের এই জেলার মানুষের জনজীবন। বুধবার (৩১ জানুয়ারি) ঠাকুরগাঁয়ের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল মঙ্গলবার রেকর্ড করা হয়েছিল ৮.৩ ডিগ্রি সেলসিয়াস।ঘন কুয়াশা না থাকলেও হিমেল হাওয়ায় বেশ শীত অনুভূত হচ্ছে এ জেলায়। গত তিন দিন ধরে সূর্যের দেখা মিলছে। সূর্যের উত্তাপ বেশ ভালো থাকায় জনমনে স্বস্তিও ফিরে এসেছে। তবে সন্ধ্যা নামার সাথে সাথে আবারো জেগে বসে শীত।
গরম কাপড়ের অভাবে অনেকেই খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছে শীত নিবারণের।পৌর এলাকার রিকশাচালক আবিদ বলেন, গত তিন দিন ধরে সকাল সকাল সূর্য উঠছে। এ কারণে কিছুটা ভাড়া পাওয়া যাচ্ছে। কুয়াশা থাকলে লোকজন ঘর থেকে বের হয় না ভাড়াও পাওয়া যায় না।