সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নে পোল্টি ফার্মে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বুড়িগোয়ালিনী ইউপির দাতিনাখালী গ্রামের মারুফ বিল্যার পোল্টি ফার্মে।এ ঘটনায় প্রায় চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফার্মের মালিক জানান।
মারুফ বিল্যার মা গত রবিবার শ্যামনগর উপজেলা থেকে এক হাজার ছয়শত মুরগির বাচ্চা ক্রয় করে এনে ফার্মে পরিচর্যা শুরু করেছেন বলে জানান। মুরগির বাচ্চাদের তাপমাত্রা নিয়ন্ত্রণে আনতে বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়। এলাকাবাসীর ধারণা বৈদ্যুতিক শটসার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।
অগ্নিকান্ডের ফলে মুরগির সকল বাচ্চা, ফার্মের ঘর, খাদ্য, আসবাবপত্র, একটি ইঞ্জিন ভ্যান সহ অন্যান্য উপকরণ আগুনে পুড়ে গেছে। আগুন লাগার পর শ্যামনগর ফায়ার সার্ভিসকে সংবাদ প্রেরণ করা হলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ফায়ারসার্ভিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে।