“দৈনিক গণমুক্তি” পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“দৈনিক গণমুক্তি” পত্রিকা হাটি হাটি পা পা করে এগিয়ে চলেছে ৫০তম বছর পেরিয়ে ৫১তম বছরে পদার্পণ উপলক্ষে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটা, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকালে দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি চিনু রঞ্জন তালকুদার এর সভাপতিত্বে ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট নাট্যকার, সামাজিক ব্যক্তিত্ব চ্যানেল এস এর হেড অব নিউজ খালেদ চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন- বিশিষ্ট সমাজসেবক এড. সুনিল কুমার দাশ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবক ও কালাম ব্রিকস ফিল্ড এর স্বত্তাধিকারী আবুল কালাম আজাদ, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ মশাহিদ আহমদ, সিলেট বিভাগীয় প্রেসক্লাব এর সহ-সভাপতি মোঃ জোসেফ আলী চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি স্বপন দেব, সিনিয়র আইনজীবী জুনেদ আহমদ, তাওহীদ ইসলাম দাবা একাডেমী এর প্রতিষ্টাতা পরিচালক তাওহীদ ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা, উপজেলা বিভিন্ন গনমাধ্যমকর্মীবৃন্দ।

শেয়ার করুন:

Recommended For You