কুষ্টিয়ার খাজানগরে খাদ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন : গুদাম সিলগালা

আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার দেশের বৃহত্তম চালের মোকাম খাজানগরে বিভিন্ন অটোরাইস মিল পরিদর্শন করেন। এসময় মন্ত্রী দেশ এগ্রো অটোরাইস মিল,সু্বর্ণা অটোরাইস মিল,আল্লাহর দান অটোরাইস মিল,স্বর্ণা অটোরাইস মিল ও রশিদ অটোরাইস মিল আকস্মিক পরিদর্শন করেন।

অবৈধভাবে গম ও আটা মজুত করায় মেসার্স সুবর্ণা অটো ফ্লাওয়ার মিলের গোডাউন সিলগালা করে জেলা প্রশাসন। এ ছাড়া অবৈধ ধান মজুতের চিত্র পেয়ে একটি মিলের ধানের গোডাউন সিলগালা করা হয়।

 

খাদ্যমন্ত্রী বলেন, অবৈধ মজুতসহ কেউ কোনো অনিয়ম-দুর্নীতি করছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বাজার স্থিতিশীল করতে সারা দেশেই অভিযান চলছে।

এসময় খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো: ইসমাইল হোসেন ,খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো: সাখাওয়াত হোসেন ,কুষ্টিয়ার জেলা প্রশাসক মো: এহতেশাম রেজা,পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব ও জেলা খাদ্য নিয়ন্ত্রক মো:বাবুল হোসেন উপস্থিত ছিলেন।

Recommended For You