কোপা আমেরিকার আগে এশিয়ায় আসছে মেসিরা

আগামী ২০ জুন থেকে যুক্তরাষ্ট্রে বসতে যাচ্ছে ৪৮তম কোপা আমেরিকা। আর লাতিন আমেরিকার ফুটবলের এই শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে এই টুর্নামেন্টের গেল আসরের শিরোপাজয়ী দল আর্জেন্টিনা আগামী মার্চ মাসে আসছে এশিয়া সফরে। এখানে আফ্রিকার দুটি দেশের বিপক্ষে খেলবে দুটি ম্যাচ। 

এ বিষয়ে গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজেদের স্বীকৃত পেজে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টিনা দল। তাদের এশিয়া সফরের ম্যাচ দুটি হবে চীনে। তবে ভেন্যু ও তারিখ এখনো চূড়ান্ত করেনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। অবশ্য এ প্রসঙ্গে আর্জেন্টাইন গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, আগামী ১৮ মার্চ নাইজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি হবে হাংঝুর অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে। এরপর ২৬ মার্চ বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে আইভরিকোস্টের মুখোমুখি হবে কাতার বিশ্বকাপ বিজয়ীরা।

এর আগে সবশেষ ২০২১ সালে কোপা আমেরিকায় ব্রাজিলের মাটিতে তাদেরই ফাইনালে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। সেই শিরোপা জয়ের পর থেকেই উড়ছে মেসিরা। কাতারে জিতেছে বিশ্বকাপও। এরপর গত বছরের জুনে এশিয়া সফরে এসেছিল বিশ্বচ্যাম্পিয়নরা। চীন সফরের প্রথম ম্যাচে ২-০ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। এরপর ইন্দোনেশিয়াকে তাদেরই মাটিতে একই ব্যবধানে হারায় লিওনেল স্কালোনির দল।

শেয়ার করুন:

Recommended For You