ভৈরবে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

কিশোরগঞ্জের ভৈরবে দুদিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০জানুয়ারি) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গোলাম মোর্শেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর উদ্ধোধন করেন।
উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের দুদিনব্যাপী বিজ্ঞান বিষয়ক বিভিন্ন তথ্যপ্রযুক্তির মেলার আয়োজন করা হয়েছে। ওই মেলায় স্থানীয় বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক
শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের তৈরি বিজ্ঞান প্রযুক্তির নানা বিষয়ের প্রদর্শনীর স্টল নিয়ে বসেছে। উদ্ধোধন শেষে অতিথিরা ওই স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে ‘উন্নত আগামীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি’এই বিষয়ক মূল প্রতিপাদ্য করে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম,যুব উন্নয় কর্মকর্তা জলি বদন তৈয়বা।
এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন:

Recommended For You