বান্দরবানে শিশু পরিবার নিবাসে শীতবস্ত্র বিতরণ 

সোমবার (২৯ জানুয়ারি) সকালে জেলা পরিষদের সদস্য তিং তিং ম্যা এর সভাপতিত্বে বান্দরবান সরকারি শিশু পরিবার নিবাসে শিশুদের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন,৬৯ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহম্মেদ,এসজিপি,এনডিসি,এএফ ডব্লিউসি, পিএসসি, পিএইচডি। 
এসময় আরো উপস্থিত ছিলেন বান্দরবান জোন কমান্ডার এএসএম মাহমুদুল হাসান পিএসসি, জিএসও-২ইন্ট, ৬৯ পদাতিক ব্রিগেড, মেজর শায়েখ উজ জামান,জোন উপ-অধিনায়ক, মেজর সরওয়ার জাহান তুর্য,সমাজ সেবা অধিদপ্তর,উপ-পরিচালক, মিল্টন মুহুরী,সরকারি শিশু পরিবার উপ-তত্বাবধায়ক,সত্যজিত মজুমদার,বান্দরবান প্রেসক্লাবের সেক্রেটারি মিনারুল হক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
এ রকম প্রধান অতিথি বলেন আমরা বিশ্বাস করি সমাজে যারা তথাকথিত একটু পিছিয়ে রয়েছে তাদের প্রতি এগিয়ে যাওয়াটা ভালো কাজ,আমরা সকলেই একসময় বয়সে ছোট ছিলাম,পরে যার যার প্রচেষ্টার মাধ্যমে, লেখা পড়া,কাজ এসবের মাধ্যমে একেকজন জীবনে একেক পথে এগিয়ে এসেছি।তোমরা যদি অধ্যাবসাই হও,লেখাপড়ার পেছনে সময় দাও তাহলে তোমাদের ফলাফল ভালো হবে। যে যেই কাজে বেশি সময় দিবে সে সেই অবস্থানে ভালো করতে পারবে।
এছাড়াও একই দিনে সেনা রিজিয়নের পক্ষ হতে জেলার সরকারি শিশু পরিবার সহ মোট ৬ টি অনাথালয়ে প্রায় ৬০০ জনের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।উল্লেখ্য এ পর্যন্ত সেনা রিজিয়নের পক্ষ হতে জেলা,ও উপজেলার বিভিন্ন স্কুল,কলেজের ৫ হাজার ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
শেয়ার করুন:

Recommended For You