বরগুনায় সিসিডিবি’র শীত সামগ্রী  বিতরণ

পৌষের পর মাঘের শুরুতেই কনকনে শীতে কাবু হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চল বরগুনাসহ বিভিন্ন জেলার মানুষ। টানা শৈত্যপ্রবাহ আরও তীব্র হয়ে উঠেছে। কখনো মৃদু আবার কখনো মাঝারি, কখনো আবার বৃষ্টি । ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
শীতবস্ত্রের অভাবে অসহায় দরিদ্র মানুষ শীতের কাছে অসহায় হয়ে পড়েছে।  এসব অসহায় দরিদ্র শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। উপকূলীয় অঞ্চল  বরগুনা পাথরঘাটায় ১০০ জন অসহায় দরিদ্র শীতার্ত পরিবারের মাঝে শীত সামগ্রী বিতরণ করে সিসিডিবি। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১ টি কম্বল, ১টি গলাবন্ধনীসহ টুপি, ১ জোড়া হাত মোজা, ১ জোড়া পা মোজা, ১ টি মেরিল পেট্রোলিয়াম জেলী।
রবিবার (২৮ জানুয়ারি) দুপর ১২টার দিকে সিসিডিবি- পিসিআরসিবি প্রকল্প ফেইজ -২ এর বাস্তবায়নে ব্রেড ফর দি ওয়ার্ল্ড জার্মানির অর্থায়নে  রুহিতা, পদ্মা, চরলাঠিমারা সিসিআরসির আয়োজনে ভিন্ন ভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ করে। বিতরণ অনুষ্ঠান উপস্থিত ছিলেন,  প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাফর ইকবাল, সিসিডিবি উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রী, রুহিতা সিসিআরসির সভাপতি জাকির খান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, পদ্মা সিসিআরসির সভাপতি আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আহাদ রেজা , চরলাঠিমারা সিসিআরসির সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক রতন বিশ্বাসসহ  সিসিআরসির সদস্যবৃন্দ।
শেয়ার করুন:

Recommended For You