বকশীগঞ্জ পৌরসভার ভোট গ্রহন ৯ মার্চ

জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষনা করেছে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষিত তফসিল অনুয়ায়ি আগামী ৯ মার্চ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বকশীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মাহমুদুল আলম।  

ঘোষিত তফসিল অনুযায়ি ১৩ই ফেব্রয়ারি মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ। মনোনয়ন বাছাইয়ের হবে ১৪ ফেব্রয়ারি। আপিল করতে হবে ১৬ থেকে ১৮ ফেব্রয়ারির মধ্যে। আপিল নিস্পিত্তি ১৯ থেকে ২০ ফেব্রয়ারি। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রয়ারি। ২৩ ফেব্রয়ারি প্রতীক বরাদ্ধ। ভোট গ্রহন হবে ৯ মার্চ।

তফসিল ঘোষনার পর থেকেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা মাঠে নেমেছেন। মেয়র পদে মাঠ চষে বেড়াচ্ছেন পৌর যুবলীগের আহবায়ক বকশীগঞ্জ পৌর সভার বর্তমান মেয়র নজরুল ইসলাম, বকশীগঞ্জ উপজেলা
আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবুল তালুকদার, বকশীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব ফখরুজ্জামান মতিন, সাবেক ভিবি আনোয়ার হোসেন বাহাদুর ও মাযহারুল ইসলাম ভিমল।

এছাড়াও পৌর সভার ৯টি ওয়ার্ডে সাধারণ আসন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে অর্ধশতাধিক প্রার্থী ভোটের মাঠে দোয়া প্রার্থনা করছেন। উল্লেখ্য বকশীগঞ্জ পৌরসভায় মোট ভোটার ৩৫ হাজার ৫১৯ জন। এর মধ্যে নারী ভোটার ১৮হাজার ৮ জন। পুরুষ ভোটার ১৭ হাজার ৫০৯ জন এবং হিজড়া ভোটার ১ জন।

 

শেয়ার করুন:

Recommended For You