আইসিইউ থেকে কেবিনে ফারুকী

মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। পরে তাকে রাখা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্রে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতার অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। 

তবে ফারুকী এখন আগের চেয়ে ভালো আছেন তাই কেবিনে স্থানান্তর করা হয়েছে। কিন্তু কবে বাসায় নেওয়া যাবে সে বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। ফারুকী দীর্ঘ ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত। তার নির্মাণ করা উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো মধ্যে রয়েছে—‘ব্যাচেলর’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’, ‘ডুব’ ইত্যাদি। ২০১০ সালের ১৬ জুলাই নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ভালোবেসে বিয়ে করেন। ইলহাম নুসরাত ফারুকী নামের তাদের এক সন্তান রয়েছে।

হাসপাতালে ফারুকীর সঙ্গে আছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তিনি বলেন, ‘আগের থেকে অনেকটাই উন্নতি হয়েছে ফারুকীর। তবে হাসপাতাল থেকে তাকে বাসায় ফেরার বিষয়ে এখনো নিশ্চিত কিছু বলা হয়নি সবাই দোয়া করুন। ইনশাআল্লাহ খুব দ্রুত তাকে আমরা কাজে দেখতে পারব।’

 

শেয়ার করুন:

Recommended For You