ইসরায়েলে ফের হামলার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলে ফের অতর্কিত হামলা চালানোর দাবি করেছে লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। ইসরায়েলের সামরিক স্থাপনা ও সেনাদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। আজ শনিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী ইসরায়েলে ৯টি হামলা চালানোর দাবি করেছে। আজ সকালে হুনিনের কাছে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এ ছাড়া রাতে ছয়টি হামলা চালানো হয়েছে বলে দাবি হিজবুল্লাহর। হিজবুল্লাহ জানিয়েছে, শুক্রবার তাদের চার সদস্য নিহত হয়েছে। এনিয়ে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে মোট ১৬৮ জন যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ২৬ হাজার ছাড়িয়েছে। আহত ৬০ হাজারের বেশি। গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে হিজবুল্লাহ ইসরায়েলের ওপর হামলা শুরু করেছে।

শেয়ার করুন:

Recommended For You