হবিগঞ্জে মাধবপুরে ১১ পেরিয়ে ১২তে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাধবপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল দশটার সময় উপজেলার জেলার শিল্পকলা একাডেমির হলরুমে কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব এ কে এম ফয়সাল মহোদয়,বিশেষ অতিথি মাধবপুর থানার ভারপ্রাপ্ত ইনচার্জ রকিবুল ইসলাম খান,বি আর ডিবি অফিসার জনাব ফয়সাল চৌধুরী এশিয়ান টেলিভিশনের মাধবপুর প্রতিনিধি জনাব আজিজুর রহমান জয়, কে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বক্তব্যে বলেন, বাংলাদেশের স্যাটেলাইট টেলিভিশনগুলোর মধ্যে এশিয়ান টেলিভিশন নিউজ ও প্রোগ্রামের দিক থেকে বর্তমানে সবার শীর্ষে অবস্থান করছে। আমি এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আসতে পেরে নিজেকে গর্বিত মনে করছি।
এছাড়াও মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব শাহ মোঃ মুসলিম, যুবলীগের সভাপতি জনাব ফারুক পাঠান, ডেইলি ষ্টার মাধবপুর উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন বেলাল, দৈনিক সকালের সময় মাধবপুর উপজেলা প্রতিনিধি রাকিব উদ্দিন লস্কর,দৈনিক ভোরের চেতনা মাধবপুর প্রতিনিধি একলাছুর রহমান সিরাজী, ঢাকা ক্যাম্পাস প্রতিনিধি আল আমিন ইসলাম, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জল,আলোকিত প্রতিনিধি আলহাজ্ব মাথু মিয়া,সাংবাদিক শেখ শাহীন আহমেদ,সাংবাদিক আলমগীর কবির মাধবপুর মডেল প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক রফিক ভুইয়া, সাংবাদিক হৃদয় এস এম শাহআলম সাংবাদিক ইমদাদুল ইসলাম সহ বিভিন্ন ইলেকট্রনিকস ও পিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।