
নতুন কারিকুলামে অসঙ্গতিদুরীকরণ,পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসার শিক্ষার স্বকীয়তা বজায় রেখে স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুণর্বহালের দাবিতে বৃহস্পতিবার সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরামের কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরামের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা মোশারফ হোসেন, সহ-সভাপতি মাওলানা আজাহার আলী, সাধারন সম্পাদক আবু তালেব, ইসলামী আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মাওলানা নুরে আলম সিদ্দিকি, সাধারন সম্পাদক মাওলানা আব্দুস সালাম প্রমুখ।
বক্তরা বলেন, নতুন কারিকুলামে অসঙ্গতি দুরীকরণ,পাঠ্যপুস্তক সংশোধন, মাদ্রাসার শিক্ষার স্বকীয়তা বজায় রাখা, স্বতন্ত্র কারিকুলাম প্রণয়ন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে পুণর্বহাল রাখার দাবি জানান ।