দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড দিনাজপুরে

আজ বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দিনাজপুরে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস  

 দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, ‘জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। আজ সকাল নয়টার দিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।’

 এদিকে বেলা গড়ালেও ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে দূরপাল্লার যান চলাচল করছে। সকাল-সন্ধ্যা ঘন কুয়াশার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি ঝরছে। গরম পোশাকের অভাবে নিম্নবিত্তদের জীবিকায় ভাটা পড়ছে। ফলে এসব পরিবারে খাদ্য সংকট তীব্র হয়ে উঠছে।

গতকাল বুধবার বেলা ১২টার দিকে সূর্যের দেখা মিললেও শীত খুব একটা কমেনি।

শেয়ার করুন:

Recommended For You