আগামী ২৭ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করবে বাম গণতান্ত্রিক জোট। নির্বাচন ব্যবস্থার সংস্কার, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠা, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং দুর্নীতিবাজ, টাকা পাচারকারী ও লুটপাটকারীদের শাস্তির দাবিতে এ কর্মসূচি হবে।
বুধবার (২৪ জানুয়ারি) সিপিবি কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় নিত্যপণ্যের দাম বৃদ্ধিসহ গ্যাস-বিদ্যুৎ-পানির মূল্যবৃদ্ধির পাঁয়তারা, দমন-পীড়ন-নিপীড়ন বন্ধ এবং গ্রেপ্তার রাজবন্দিদের মুক্তির দাবি জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাম নেতা মোহাম্মদ শাহ আলম, বজলুর রশিদ ফিরোজ, সীমা দত্ত, মিহির ঘোষ, শহিদুল ইসলাম সবুজ, তৈমুর খান অপু, আবদুল আলী, মাসুদ রেজাসহ অনেকে।