শ্রীলংকা অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৬ উইকেটে হারাল বাংলাদেশ

অনূর্ধ্ব ১৯ ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি টুর্নামেন্টের ১ম ম্যাচে শ্রীলংকাকে ৬ উইকেটে হারিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। 
বুধবার (২৪ জানুয়ারি) সকালে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে ব্যাটিং এ পাঠায় বাংলাদেশ। এরপর বাংলাদেশের তরুণীদের বোলিং তোপে ব্যাটিং এ ভালো করতে পারেনি শ্রীলংকান নারীরা। একের পর এক হারাতে থাকে উইকেট। শেষ পর্যন্ত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে শ্রীলংকা।
৯৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ভালো শুরু করে বাংলাদেশের ওপেনিং ব্যাটাররা। এরপর একের পর এক চার-ছক্কায় ৬ উইকেটে জয় এনে দেয় বাংলাদেশকে। ১০ বল হাতে রেখেই জয়ের মুখ দেখে বাঘিনীরা।
বাংলাদেশ দলের ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন রাবেয়া খান। বাংলাদেশ দলের কোচ দীপু রায় চৌধুরী বলেন, আমাদের ভালো একটা শুরু ছিলো। রাবেয়া ভালো বোলিং করে শ্রীলংকান ব্যাটারদের আটকে রাখেন। এছাড়া পুরো টিম ভালো খেলেছে। পরবর্তী ম্যাচের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।
বাংলাদেশ দলের অধিনায়ক সুমাইয়া আক্তার বলেন, আমাদের পরবর্তী ম্যাচ পাকিস্তানের সাথে। তারা ভালো টিম। পাকিস্তান আমাদের কঠিন প্রতিপক্ষ। তাদের সাথেও জিততে চাই। ২৫ জানুয়ারি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পাকিস্তান নারী অনুর্ধ্ব-১৯ ও শ্রীলংকা নারী অনুর্ধ্ব-১৯ দল। ২৭ জানুয়ারি বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান।
শেয়ার করুন:

Recommended For You