
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ৩ মামলার আসামী আলোচিত মাদক ব্যবসায়ী কুলসুম ও তার স্বামী মাদক ব্যবসায়ী রাসেলকে ১৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১টি মোটরসাইকেলসহ আটক করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ জানুয়ারি ) দুপুরে কুলিয়ারচরের বাজরা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে বসতবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট ও মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কুলিয়ারচর উপজেলার বাজরা গ্রামের মৃত শাহাবুদ্দিন সাহু মিয়ার মেয়ে সাথী আক্তার কুলসুম (৩১) ও তার স্বামী রাসেল মিয়া (৩৫) কিশোরগঞ্জ সদর বগাদিয়া (শাহী মসজিদ সংলগ্ন) শাহজাহান মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান’র নির্দেশনায় এসআই রাসেল মিয়া ফোর্স নিয়ে কুলিয়ারচর থানা জিডি মুলে বসতবাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও ১ টি মোটরসাইকেলসহ তাদের আটক করা হয়। পরে দু’জনের নামে কুলিয়ারচর থানায় ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) এর টেবিল ১০ (ক)/৩৮ ধারায় একটি মামলা রুজু হয়েছে। মামলা নং- ১৭।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) সারোয়ার জাহান জানান, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ নিজ হেফাজতে রাখার অপরাধে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন, আসামীদের মধ্যে আজকের মামলাসহ কুলসুম ৪ মামলার আসামী । ওসি বলেন, মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।