ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ পুলিশ সুপার কামরুজ্জামান

ময়মনসিংহ বিভাগে ও পুলিশের রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন, জামালপুরের পুলিশ সুপার কামরুজ্জামান। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: শাহ আবিদ হোসেন বিপিএম।

জানা যায়, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের চার জেলার মধ্যে ডিসেম্বর-২০২৩ এর সার্বিক কর্ম  মূল্যায়ন করে জামালপুর জেলা শ্রেষ্ঠ জেলা হিসেবে মনোনীত হন। ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ২২ জানুয়ারি বিকালে আনুষ্ঠানিকভাবে ডিআইজির কনফারেন্স রুমে কামরুজ্জামন বিপিএম এর হাতে ক্রেষ্ট তুলে দেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: শাহ আবিদ হোসেন বিপিএম। একই সময় পুলিশ সুপার কামরুজ্জামানকে শুভেচ্ছা স্বারক ও সার্টিফিকেট প্রদান করেন। ক্রেস্ট, শুভেচ্ছা স্বারক ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের পুলিশের উর্ধ্বতম কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জামালপুর জেলার পুলিশ সুপার কামরুজ্জামান জানান, ভালো কাজের মূল্যায়ন পেলে প্রতিটি মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয়। ডিআইজি মহোদয়ের অনুপ্রেরণা আমার সামনের দিনের ভালা কাজ গুলোকে আরও গতিশীল করবে। তিনি জানান জামালপুরের পুলিশ সুপার হিসেবে আমাকে ম‚ল্যায়ন করে জামালপুর জেলার পুলিশ পরিবারের সদস্যদের মূল্যায়ন করা হয়েছে। প্রতিটি পুলিশ সদস্য এর অংশিদার।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো: শাহ আবিদ হোসেন বিপিএম জানান, পুলিশ বাহিনির প্রতিটি সদস্য ভালো কাজের মূল্যায়ন পাবেন। পুশিকের ভালো কাজকে গতিশীল করতে এ  মূল্যায়ন অব্যাহত থাকবে।

 

Recommended For You