আওয়ামী লীগ-বিএনপি কেউ কথা রাখেনি: চুন্নু

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগ-বিএনপি ৩৩-৩৪ বছর দেশ শাসন করেছে। কিন্তু তারা কেউ কথা রাখেনি। তারা দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠতে পারেনি।  

রোববার (২১ জানুয়ারি) বনানী কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মুজিবুল হক চুন্নু বলেন, ‌‘নির্বাচন সুষ্ঠু হলে জাতীয় পার্টি আরও ১৫-২০টা আসন বেশি পেত। আওয়ামী লীগের বিপক্ষে প্রতিবাদ করার মতো ক্ষমতা আমাদের নাই, সমানে সমান না হলে প্রতিবাদ করা যায় না।’

তিনি আরও বলেন, ‘শুধু এবারের নির্বাচন না, দেশ স্বাধীনের পর অনুষ্ঠিত ১২টি নির্বাচনই প্রশ্নবিদ্ধ। তবে বিএনপি ও আওয়ামী লীগের মতো আমরা মারামারি করি না। ওদের তুলনায় আমরা ভদ্র।’ সংসদে জাপাকে একমাত্র বিরোধীদল উল্লেখ করে তিনি বলেন, ‘কোনো আসনই আমরা সরকারের কাছ থেকে নেইনি। তারা তাদের প্রয়োজনে যেখানে যেখানে ইচ্ছা নৌকা প্রত্যাহার করেছে। সরকার গঠনের সিট আমরা পাইনি, কিন্তু ফলাফল অনুযায়ী আমরা সংসদের বামের আসনে বসবো।’

শেয়ার করুন:

Recommended For You