
আবারও আলোচনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। মেয়াদ শেষ হওয়ার আগেই পিসিবি বসের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ালেন জাকা আশরাফ। গত শুক্রবার লাহোরের বোর্ডের ম্যানেজিং কমিটির এক মিটিং শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি।
এর আগে কয়েক দফা পরিবর্তনের পর গত বছরের জুলাইয়ে আইএমসির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয় তাকে। তার নেতৃত্বাধীন কমিটির কাজ ছিল, চার মাসের মধ্যে বোর্ডের চেয়ারম্যান পদের জন্য নির্বাচন আয়োজন করা। তবে কমিটি তা নির্ধারিত সময়ে পারেনি। তাই নভেম্বরে কমিটির মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়। যার মেদায় শেষ হবে আগামী মাসে। জাকা আশরাফের অধীনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ খেলে পাকিস্তান। সেই দুই টুর্নামেন্টে অসহায় ছিল পাকিস্তান। সেই সঙ্গে সর্বশেষ সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে সবগুলোতে হারে শাহিন শাহ আফ্রিদির দল। এর আগে প্রথম দফায় ২০১১-১৩ সাল পর্যন্ত পিসিবি প্রধান দায়িত্ব পালন করেন জাকা আশরাফ।
এই বিষয়ে পিসিবি এই বিবৃতিতে জানায়, ‘বোর্ডের প্যাট্রন ও পাকিস্তানের কেয়ারটেকার সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকরের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন জাকা আশরাফ। চেয়ারম্যান পদের পাশাপাশি ম্যানেজমেন্ট কমিটির সদস্যপদ থেকেও সরে দাঁড়িয়েছেন তিনি।’