দুই ম্যাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছিল স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজে ৪-০ তে এগিয়ে ছিল কিউইরা। আর তাই হোয়াটওয়াশ হওয়ার শঙ্কায় পড়েছিল পাকিস্তান। তবে শেষ ম্যাচে ৪২ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে তারা।
রোববার (২১ জানুয়ারি) ক্রাইস্টচার্চে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে পাকিস্তান। দলের পক্ষে মোহাম্মদ রিজওয়ান ৩৮ বলে ৩৩ ও ফখর জামান করেন ১৬ বলে ৩৩ রান। ১৩৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় নিউজিল্যান্ড। দলীয় ৫৪ রানের মধ্যে চার ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে কিউইরা।
এরপরও ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় স্বাগতিকরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শতরানের আগেই গুটিয়ে যায় কিউইরা। ১৭ ওভার ২ বলে ৯২ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। পাকিস্তানের পক্ষে ইফতিখার আহমেদ নেন ৩টি উইকেট।
উল্লেখ্য, টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে আগে ব্যাটিংয়ে নেমে সবচেয়ে কম রান করে জয় পাওয়া রেকর্ড এটি। এই জয়ের পরও ৪-১ ব্যবধানে সিরিজ হারলো পাকিস্তান।