বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালে ১৫টি বিশেষ প্যাকেজ নিয়ে চালু হয়েছে এক্সিকিউটিভ হেলথ চেকআপ কর্নার। প্যাকেজের আওতায় সর্বনিম্ন ৪ হাজার ১০০ টাকা এবং সর্বোচ্চ ১৩ হাজার ৫০০ টাকায় করা যাবে হেলথ চেকআপ।
রোববার (২১ জানুয়ারি) সুপার স্পেশালাইজড হাসপাতালের দ্বিতীয় তলায় এই কর্নারের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, সুপার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রি. জে. ডা. মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (হাসপাতাল) ব্রি. জে. ডা. রেজাউর রহমান, অতিরিক্ত পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিনসহ আরও অনেকে।
জানা গেছে, ১৫টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন মূল্য ৪ হাজার ১শ টাকা এবং সর্বোচ্চ মূল্য ১৩ হাজার ৫শ টাকাসহ বিভিন্ন মূল্যের প্যাকেজ রয়েছে। এই ১৫টি প্যাকেজ হলো সিলভার এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ ওয়ান, গোল্ডেন এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ টু, প্লাটিনাম এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ থ্রি, এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ ফোর (পুরুষ চল্লিশোর্ধ্ব), এক্সিকিউটিভ হেলথ চেকআপ প্যাকেজ ফাইভ (নারী চল্লিশোর্ধ্ব)।
এসময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, গরিব রোগীদের জন্য পরীক্ষা নিরীক্ষা সেবা আগের মতো অব্যাহত থাকবে। তবে যেসব রোগীরা স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যান তাদের আর বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। এখানে এসে তারা তাদের প্রয়োজন মতো এক্সিকিউটিভ হেলথ চেকআপের প্যাকেজ নিয়ে সব ধরনের সেবা নিতে পারবেন। তিনি বলেন, এই হেলথ চেক আপ কর্নার চালু হওয়ায় রোগীরা কোনরকম ভোগান্তি ছাড়াই প্রয়োজনীয় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও পরামর্শ সেবা নিতে পারবেন।