
ফেনীর সোনাগাজীতে দলীয় শত্রুতার জেরে মনিরুল ইসলাম জিহাদ (২০) নামে এক ছাত্রদল নেতার হাত ভেঙে দিয়েছে ছাত্রলীগ কর্মীরা। উপজেলার বগাদানা ইউনিয়নের কাটা খিলা মাদরাসার সামনে বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
জিহাদ বগাদানা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক এবং আলমপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে। পুলিশ, আহতের পারিবার ও দলীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা জিহাদ স্থানীয় বাংলা বাজার থেকে পায়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলেন। মাদরাসার সামনে পূর্ব থেকে ওঁৎপেতে থাকা ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম, ইমাম হোসেন ও মো. সজীব সহ ৫-৬জন সন্ত্রাসী জিহাদের ওপর অতর্কিত হামলা চালিয়ে রড ও লাঠি দিয়ে পিটিয়ে বাম হাত ভেঙে মারাত্মক আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহাগ নূর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সন্ত্রাসীদের অব্যাহত হুমকিতে আহত ছাত্রদল নেতার পরিবার ভয়ে থানায় মামলা করতে সাহস পাচ্ছেনা।