ভাইস চেয়ারম্যান পদ প্রার্থীর মতবিনিময়

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শনিবার(২০ জানুয়ারী)সকাল ১১টায় নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী কৃর্তক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

উপজেলার অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, কলেজের অধ্যক্ষ, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি সহ অন্যন্যাদের অংশ গ্রহণে আলোচনাসভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণের জন্য নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর বিষয়ে সকলে এক মত পোষণ করেন। তিনি শিক্ষক সমাজের একজন প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ গ্রহণ করবেন বলে অনেকে মত প্রকাশ করেন। তবে অনেকে মত প্রকাশ করেন এবিষয়ে অন্যান্য পেশাজীবিদের সাথে মতবিনিময় করার বিষয়ে।

নির্বাচনে অংশ গ্রহণকৃত প্রার্থী প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জীর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ তপন কুমার মন্ডল, অধ্যক্ষ সুভাষ চন্দ্র মন্ডল, অধ্যক্ষ আজিয়ার রহমান,অধ্যক্ষ এস এম আব্দুল হাই, প্রধান শিক্ষক এবিএম লুৎফুল আলম, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, প্রধান শিক্ষক আব্দুল করিম, প্রধান শিক্ষক শামিম হোসেন, প্রধান শিক্ষক সৌমিত্র জোয়ারদ্দার, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, প্রধান শিক্ষক দেবব্রত মন্ডল, প্রধান শিক্ষক লিংকন, প্রধান শিক্ষক মহাসিন হোসেন, প্রধান শিক্ষক অনাংগ কুমার মন্ডল,  প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক দীনেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক গণেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক পরিমল কর্মকার, সহকারী প্রধান শিক্ষক মাহবুব হোসেন, সহকারী শিক্ষক রনজিৎ বর্মন প্রমুখ।

উল্লেখ্য যে, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখ্যার্জী, জেলা কল্যাণ সমিতির সভাপতি, শ্যামনগর মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, বাংলাদেশ স্কাউট শ্যামনগর উপজেলা কমিটির কমিশনার পদে ছাড়াও উপজেলা, জেলার বিভিন্ন কমিটিতে রয়েছেন। তিনি ২০২৪ সালের ১৫ মার্চ প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহণ করবেন বলে জানান।

শেয়ার করুন:

Recommended For You