কঠোর আন্দোলন গড়ে তোলা হবে : নূরুল হুদা ফয়েজী

জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজী বলেছেন, নতুন শিক্ষা কারিকুলাম দেখে মনে হবে না যে, এটা ৯২ ভাগ মুসলমানের দেশের কোন শিক্ষা কারিকুলাম। শিক্ষা কারিকুলাম যেভাবে সাজানো হয়েছে তাতে সমকামীতাকে প্রমোট করা হয়েছে। মানুষকে পশুর চেয়েও নিকৃষ্ট বানাতে চায় বর্তমান সরকার। প্রধানমন্ত্রী কি এদেশের মানুষকে ধর্মান্তরিত করার ঠিকাদারি নিয়েছেন? নাকি আপনার কোন লোক এই ঠিকাদারি নিয়েছে। সিলেবাসে যা স্থান পেয়েছে তা পার্শ্ববতী দেশের সাথে মিলে। ৯২ ভাগ মুসলমানের দেশের সিলেবাস তা হতে পারে না। মৌলিক অধিকার মেনে শিক্ষা কারিকুলাম প্রস্তত করতে হবে। আমার সন্তানকে ইসলাম বিমূখ শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রতিষ্ঠানে দেইনি। সিলেবাস সংশোধন করতে হবে। অন্যথায় দেশের মুসলিম উম্মাহ কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।
জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ ঢাকা মহানগর উত্তরের মিরপুরস্থ একটি অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিতি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা গাজী আতাউর রহমান। সভাপতিত্ব করেন, ঢাকা মহানগর উত্তর সভাপতি মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী ও পরিচালনা করেন, সাধারণ সম্পাদক মুফতি মোহাম্মদ উল্লাহ আনসারী।
নগর উত্তরের ২০২৩- :২৪ সেশনের পুর্ণ কমিটির তালিকা  
সভাপতি-মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, সিনিয়র সহ-সভাপতি-মুফতী আবুল কালাম আজাদ আনোয়ারী, মুফতি রুহুল আমিন কাসেমী, মুফতি ইসমাঈল, মুফতি মাহমুদ জাকির, মুফতি আমির হোসেন, মুফতি মাহমুদুর রহমান, মুফতি আজিজুল হক মুফতি তাহের সাঈদ, সাধারণ সম্পাদক-মুফতী মোহাম্মাদুল্লাহ আনসারী,যুগ্ম সাধারণ সম্পাদক-মুফতী আব্দুল্লাহ আল মুর্তাজা কাসেমী,সহ-সাধারণ সম্পাদক-মুফতী শাব্বির আহমাদ,মুফতী ফয়জুল্লাহ, সাংগঠনিক সম্পাদক-মুফতী ফরিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক-মুফতী গাজী আব্দুল জাব্বার, প্রশিক্ষণ সম্পাদক-মুফতি মোহাম্মদ উল্লাহ নাহিদ,সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী মুফিজুর রহমান,দা’ওয়াহ বিষয়ক সম্পাদক-মুফতি মাহফুজুল রহমান,শরীয়াহ বিষয়ক সম্পাদক-মুফতি সিরাজুল ইসলাম, ফতোয়া বিষয়ক সম্পাদক-মুফতী ছফিউল্লাহ,প্রচার সম্পাদক-মুফতি ওয়ালীউল্লাহ,সহ-প্রচার সম্পাদক মাওলানা হাফিজুল হক ফাইয়াজ,বাইতুল মাল বিষয়ক সম্পাদক-মুফতী আব্দুল কুদ্দুস রশিদী,সহ-বাইতুল মাল বিষয়ক সম্পাদক- মাওলানা মোখলেছুর রহমান (খলিফা),কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক-মুফতী মুহাম্মাদুল্লাহ রাশেদী,ওলামা কল্যাণ সম্পাদক-মুফতী নূরে আলম সিদ্দিকী, শিক্ষা বিষয়ক সম্পাদক-মুফতী হাবিবুল্লাহ, খেদমতে খালক বিষয়ক সম্পাদক-মুফতী জাকির হোসাইন কাসেমী, মুস্তাদ’আফীন বিষয়ক সম্পাদক-মুফতী আবু সাঈদ সিদ্দিকী,কর্মসংস্থান বিষয়ক সম্পাদক-মাওলানা নূরে আলম, মিডিয়া বিষয়ক সম্পাদক-মাওলানা আলী হুসাইন,মসজিদ বিষয়ক সম্পাদক-মাওলানা ওবায়দুল্লাহ নূরানী, দপ্তর সম্পাদক-মুফতী  মামুনুর রশিদ (সালিম মামুন) কাসেমী, সহ-দপ্তর সম্পাদক- মুফতী ওমর ফারুক,আমরু বিল মা’রুফ ও নাহী আনিল মুনকার বিষয়ক সম্পাদক- মাওলানা মজিবুর রহমান,গণশিক্ষা বিষয়ক সম্পাদক- মুফতী আমিনুল ইসলাম,আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক-মাওলানা এমদাদ, মহিলা বিষয়ক সম্পাদক-মুফতী এনায়েতুল্লাহ, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক- মুফতী আবুল হাসান, খানকাহ বিষয়ক সম্পাদক-মুফতী তাজুল ইসলাম আবরারী, এবতেদায়ী মাদরাসা ও মক্তব বিষয়ক সম্পাদক-মাওলানা রবিউল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক-মাওলানা রমিজ উদ্দীন, সদস্য-মাওলানা মামুনুর রশিদ,মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আব্দুর রব ফরিদী।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, দেশ ও শিক্ষা সংস্কৃতি ধ্বংস হতে দিতে চাই না। আমাদের শিক্ষা থেকে স্বকীয়তা উঠিয়ে দিয়ে বিপরীতমুখী শিক্ষা ব্যবস্থা নিয়ে আসা হয়েছে। সমকামীতা একটি নিকৃষ্ট কাজ, এটা কোন মুসলমান বরদাশত করবে না। তিনি নতুন কমিটিকে নতুন উদ্যমে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
শেয়ার করুন:

Recommended For You