ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিলো সম্মাননা প্রদান, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
শনিবার (২০ জানুয়ারি) ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণাকর্মে বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের সাহায্য-সহযোগিতা করার জন্য অ্যালামনাইদের প্রতি আহবান জানিয়েছেন।
অধ্যাপক মুহাম্মদ সামাদ অ্যালামনাইদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন বিভাগসমূহের মধ্যে অন্যতম ঐতিহ্যবাহী বিভাগ হচ্ছে ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম এগিয়ে নিতে এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বিশ্ববিদ্যালয়ের সাথে অ্যালামনাইদের সম্পর্ক সুদৃঢ় করতে হবে।
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভূশি, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির, ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক সাইয়্যেদ রেজা মীরমোহাম্মদী, বিভাগের চেয়ারম্যান ড. মো. মুমিত আল রশিদ, ভিজিটিং প্রফেসর ড. মাজিদ পুইয়ান এবং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার।