ফেনীর ভুয়া ডাক্তারের জরিমানা, ফার্মেসী সিলগালা

ফেনীর দাগনভূঞায় প্রশিক্ষণপ্রাপ্ত পল্লী চিকিৎসক পরিচয় দেয়া আবদুল মান্নান নামে এক ভূয়া ডাক্তারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল  দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।   
প্রসিকিউশন দাখিলকারী দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন, এ ব্যক্তি সনদের আসল কপি দেখাতে পারেননি, ফটোকপিতে সনদের সিরিয়াল ও রেজিষ্ট্রেশন নাম্বার খুঁজে পাওয়া যায়নি। অভিযানের সময় তিনি নিজেও স্বীকার করেন, তিনি যেসব ঔষধ দিচ্ছেন সেগুলো দেয়ার অনুমতি তার নেই। এছাড়াও তার ফার্মেসীতে নিয়ম বহির্ভূত মুরগীর ঔষধ বিক্রি করে আসছেন। এসময় তার ফার্মেসীর ফ্রিজের টেম্পারেচার মিটার দেখতে পাইনি।
এ বিষয়ে দাগনভূঞা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন বলেন, আসল সনদ, ফটোকপির অসত্য তথ্য, টেম্পারেচার মিটারহীন ফ্রিজ, নিয়মবহির্ভূত মুরগীর ঔষধ বিক্রি, অপরিচ্ছন্ন পরিবেশের অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা ও চেম্বার সিলগালা করে দেয়া হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
শেয়ার করুন:

Recommended For You