ফেনী জেলা আইনজীবী সমিতির ২০২৪ সালের নির্বাচন আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ ও বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের ১৫টি পদের বিপরীতে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।
আদালত প্রাঙ্গন, আইনজীবী সমিতি ভবন ও আইনজীবীদের বিভিন্ন চেম্বারে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে নির্বাচন। পেশাজীবী সংগঠনের এ নির্বাচন ঘিরে চলছে জয়-পরাজয় নিয়ে নানা বিচার-বিশ্লেষণ। তবে শেষ পর্যন্ত কারা জয়ী হচ্ছেন তা নির্ধারণ করবে ভোটাররা। নির্বাচনের ভোট গ্রহণ আগামী ২০ জানুয়ারি আদালতের সমিতি ভবনের দ্বিতীয় তলায় সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। গতবারের নির্বাচনে সভাপতি-সম্পাদক দুটো পদই ছিলো বিএনপি-জামায়াত সমর্থিতদের দখলে। এবারের নির্বাচনে সেই সমীকরণ পাল্টে যেতে পারে বলে মনে করছেন ভোটাররা। ফলাফল যাই হোক নির্বাচন যুদ্ধে লড়াই হবে হাড্ডাহাড্ডি এমনটাই মনে করছেন আইনজীবীরা।
সূত্র জানায়, আইনজীবী সমিতি নির্দলীয় হলেও বরাবরের মতো এবারো বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থিত দুটি প্যানেল প্রতিদ্বন্দিতা করছে। ইতোমধ্যে নির্বাচনে অংশ নেয়ার জন্য বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল ও আওয়ামীলীগ নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রার্থীরা ব্যক্তিগতভাবে ও প্যানেলভ‚ক্ত হয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। মো. আবদুস সাত্তারকে সভাপতি ও মো. টিপু সোলায়মানকে সাধারণ সম্পাদক করে সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেল প্রতিদ্বন্দিতা করছে। অপরদিকে মো. আনোয়ারুল ইসলাম (ফারুক) কে সভাপতি ও রসিক শেখর ভৌমিক কে সাধারণ সম্পাদক করে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের একটি প্যানেলে প্রতিদ্বন্দিতা করছে।জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বলেন, জোর প্রচার প্রচারণা চলছে। শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ভর ভোটের অপেক্ষায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা।
বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে মো. আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক পদে মো. টিপু সোলায়মান, সহ-সভাপতি পদে রবিউল হক ভ‚ইয়া ও মো. ইসহাক, যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদ হোসাইন, অডিটর পদে মো. আরিফ, সংস্কৃতি ও আপ্যায়ন সম্পাদক পদে হেদায়েত উল্লাহ ভ‚ইয়া, অর্থ সম্পাদক পদে লায়লা আরজুমান আরা বেগম, লাইব্রেরি সম্পাদক পদে মো. মোশারফ হোসেন খন্দকার, সদস্য পদে মো. মনির উদ্দিন মিনু, আলমগীর হোসেন মজুমদার, মো. মাঈন উদ্দিন রাজু, মো. ইউসুফ, আহমেদ উল্যাহ অনিক ও আনোয়ার হোসেন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দিতা করছেন সভাপতি পদে মো. আনোয়ারুল ইসলাম (ফারুক), সাধারণ সম্পাদক রসিক শেখর ভৌমিক, সহ-সভাপতি পদে তপন কান্তি ধর ও মো. শামছুল হুদা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো. জামাল উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শরফুদ্দিন আহাম্মদ ডালিম, অডিটর পদে সেলিম উদ্দিন সজিব, অর্থ সম্পাদক পদে মো.আরশাদ আলী ভ‚ইয়া, লাইব্রেরি সম্পাদক পদে মো. সাইফুল ইসলাম, সদস্য পদে সৈয়দ ওয়ায়েজ মাহমুদ, গোলাম রব্বানি, কাজি মোজাহেরুল ইসলাম জাহিদ, মোশারফ হোসেন মিলন, মো. শাহ আলম ভ‚ইয়া ও ফারিহা জাহান।
বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে প্রতিদ্বন্দিতা যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এমদাদ হোসাইন বলেন আইনজীবী সমিতির উন্নয়নে ও আইনজীবীদের কল্যানে কাজ করতে সবার সমর্থন কামনা করেন। আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী রসিক শেখর ভৌমিক বলেন, আইনজীবীদের সব উন্নয়নে আমি অতীতেও কাজ করেছি। অতীতের মতো লোভ-লালসার ঊর্ধ্বে থেকে ভবিষ্যতেও তাদের পাশে থাকবো। তিনিসহ তার প্যানেলকে বিজয়ী করতে সকল আইনজীবীদের প্রতি অনুরোধ করেন।
জেলা আইনজীবী সমিতির একাধিক সিনিয়র ও জুনিয়র আইনজীবী জানান, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল কাজ করছে। এবারের ভোটে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল নিরঙ্কুশ বিজয় হবে তারা প্রত্যশা করেন। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ও অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী হিসেবে আমাদের জয় অনিবার্য।
জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক পার্থ পাল চৌধুরী জানান, বিএনপি-জামায়াত সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল বিগত সময়ের ধারাবাহিকতায় এবারের নির্বাচনেও সর্বোচ্চ ভোট পেয়ে পূর্ণপ্যানেল জয় লাভ করবে। সেই উদ্দেশ্যে আমরা সমমনা আইনজীবীরা কাজ করছি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে সুরক্ষায় আমরা যতœবান। সেই হিসেবে আইনজীবীদের স্বার্থরক্ষা ও সাধারণ মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং আইনী সেবা প্রদানে আমরা একধাপ এগিয়ে।