জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রামগঞ্জ উপজেলার পৌর বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়ে।
মঙ্গলবার (১৬ জানুয়ারি ) ভোক্তা অধিকার লক্ষ্মীপুর এর অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী পরিচালক নুর হোসেন রুবেলের নেতৃত্বে ও রামগঞ্জ থানা পুলিশ অভিযানে অংশগ্রহণ করেন।
জরিমানা প্রাপ্ত মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় পাল মেডিকেল হল কে ৫ হাজার,অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়ার দায়ে ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ১০ হাজার, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ফেমাস মডেল ফার্মেসিকে ১৫ হাজার এবং মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় শেখ ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার জরিমানা করা হয়েছে।
সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার জরিমানা আদায় করা হয়। ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল বলেন , ভোক্তার সাথে প্রতারণার সুযোগ নেই কারো। অনিয়ম পেলেই কোন ছাড় নেই।