
জামালপুরের বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। তার ব্যাকিগত তহবিল থেকে তিনি দেড় হাজার কম্বল বিতরণ করেন।
সোমবার সকালে বকশীগঞ্জ খয়ার উদ্দিন মাদরাসা মাঠে পৌর মেয়র দেড় হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে রাজনৈতিক ব্যাক্তিত্বসহ বকশীগঞ্জ শিল্প ও বনিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণ কালে মেয়র নজরুল ইসলাম সওদাগর বলেন, সারা দেশে এখন কনকনে শীত। এ সময় প্রতিটি মানুষ শীতে কষ্ট পাচ্ছে । বিশেষ করে বয়স্ক মানুষগুলোর কষ্ট বেড়ে গেছে। শিশুরা ঠান্ডা জনিত রোগে আক্রান্ত হচ্ছে। তাই প্রত্যেক বৃত্তশালী ব্যাক্তি মানবতার টানে এগিয়ে আসলে অসহায় মানুষগুলো উপকৃত হবে।