শেখ হাসিনাকে অভিনন্দন জানালো আলজেরিয়ার প্রেসিডেন্টে

 বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পুনর্নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ টেববুনে। 

প্রধানমন্ত্রীকে লেখা অভিনন্দন পত্রে আলজেরিয়ার প্রেসিডেন্ট বলেন, আপনার দল সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনি পুনর্নির্বাচিত হওয়ায় আলজেরিয়ার জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি আনন্দিত। নতুন ম্যান্ডেটের দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করছি।

টেববুনে আরও বলেন, এই উপলক্ষ্যে আমাদের বন্ধুত্ব ও সংহতির সম্পর্ককে সুসংহত করার পাশাপাশি উভয় দেশের স্বার্থ সংরক্ষণে আমাদের সম্পর্কের মাত্রা ও দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে কাজ চালিয়ে যাওয়ার আমার অব্যাহত প্রস্তুতি ব্যক্ত করতে চাই।

Recommended For You