দুদিন ধরে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে চুয়াডাঙ্গার উপর দিয়ে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ার কারণে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে।
শনিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ছিলো ৯ দশমিক ৬। হাড় কাঁপানো শীতে নাজেহাল হয়ে পড়ছে জেলার শ্রমজীবী মানুষেরা।
শ্রমজীবী মানুষেরা বলছেন, শুক্রবার সারাদিন চুয়াডঙ্গায় সূর্যের দেখা মেলেনি। শীতের কারণে তাদের কাজ-কর্মে ব্যাঘাত ঘটছে। তারা ঠিকমত কাজে যেতে পারছেন না। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, শীতের তীব্রতা আরো দু’একদিন অব্যাহত থাকতে পারে।