নওগাঁয় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নওগাঁ জেলার বদলগাছি থানাধীন মাহমুদপুর এলাকা থেকে গাঁজাসহ মাদক ব্যবসায়ী শ্রী সুভাষ কুজুর কে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি -৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।  শনিবার সকালে র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব -৫ সিপিসি -৩ জয়পুরহাট র‌্যাব ক্যাম্প।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে গতরাত সাড়ে ১০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছি থানাধীন মাহমুদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী  শ্রী সুভাষ কুজুর (৪০) কে গেস্খফতার করে। শ্রী সুভাষ কুজুর জেলার বদলগাছী থানার মাহমুদপুর গ্রামের বারতু কুজুরের ছেলে।

র‌্যাব আরও জানায়, সুভাষ এলাকার চিহ্নিত একজন মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী সুভাষ সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Recommended For You