আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী হলেন। একই মন্ত্রণালয়ের তিনি দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সূত্রে এ তথ্য জানা গেছে। গতকাল বুধবার কে কে মন্ত্রী-প্রতিমন্ত্রী হচ্ছেন এই ঘোষণা এলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি। আজ শপথ অনুষ্ঠানের পর মন্ত্রীদের দপ্তর বন্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংসদ নেতা হওয়ার পর বুধবার বিকেলে সংসদ সদস্যদের আস্থাভাজন ব্যক্তি হিসেবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি শেখ হাসিনাকে নতুন সরকার গঠনের আহ্বান জানান।
এরপর প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠন করেন এবং বুধবার সন্ধ্যায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের তালিকা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গঠিত মন্ত্রিসভায় সম্মতি জ্ঞাপন করেন। এরপর মন্ত্রিসভার ওই তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়।