ঢাকা-কক্সবাজার রুটে চালু হলো নতুন ট্রেন ‘পর্যটক এক্সপ্রেস। ট্রেনটির প্রথম যাত্রায় ঢাকা থেকে কক্সবাজার এসেছে ৭৮৫ যাত্রী নিয়ে। এর আগে গত ৩ জানুয়ারি থেকে ট্রেনটির টিকিট বিক্রি শুরু করেছিল বাংলাদেশ রেলওয়ে।
আজ (বুধবার) সকাল ৬টা ১৫ মিনিটে নতুন এই ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রথম যাত্রা শুরু করে। অত্যাধুনিক ১৬ কোচে ৭৮০ যাত্রী নিয়ে কক্সবাজারের এসেছে পর্যটক এক্সপ্রেস’।
ট্রেনটি বিমান বন্দর ও চট্টগ্রাম স্টেশনে যাত্রাবিরতি করে কক্সবাজার পৌঁছাছে সাড়ে ৩টায়। অন্যদিকে, কক্সবাজার থেকে রাত ৮টায় ছেড়ে ট্রেনটি ঢাকায় পৌঁছাবে ভোর সাড়ে ৪টায়। ঢাকা থেকে কক্সবাজার পৌঁছাতে পর্যটক এক্সপ্রেসের সময় লেগেছে ৮ ঘণ্টা ৪৫ মিনিট। আর ফের ঢাকায় পৌঁছাতে সময় লাগবে ৮ ঘণ্টা ৩০ মিনিট।