পাবনায় গণপিটুনিতে নিহত ৩ গরুচোরের পরিচয় মিলেছে 

পাবনার ভাঙ্গুড়ায় গণপিটুনিতে নিহত তিন ব্যক্তির পরিচয় মিলেছে। নিহতরা সবাই আন্তজেলা চোর চক্রের সদস্য। 
মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান। গণপিটুনিতে নিহতরা হলেন- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ফকিরপাড়া গ্রামের ছেরমান আলী (৪০), একই উপজেলার বাঙ্গালা গ্রামের দুলাল হোসেন (৩০) এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার আলোকদিয়া গ্রামের ইয়াকুব আলী (৪২)।
পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক গরু চুরির মামলা রয়েছে। এদের মধ্যে ইয়াকুব আলীর বিরুদ্ধে রয়েছে একটি হত্যা মামলাও। শাহজাদপুর ও শিবালয় থানা পুলিশের সহযোগিতায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার (৬ জানুয়ারি) ভোররাতে উপজেলার পাঁচবেতুয়ান বাওনজানপাড়া গ্রামে গরু চুরি করে পালানোর সময় চোর সন্দেহে তিনজনকে গণপিটুনি দেয় এলাকাবাসী। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় সন্দেহভাজন চোরদের ধরতে এসে তাদের ধারালো অস্ত্রের আঘাতে ওই গ্রামের দুইজন আহত হন।
শেয়ার করুন:

Recommended For You