পাবনায় ৫টি আসনে জামানত হারালেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ৫ টি সংসদীয় আসন থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র হিসেবে ৩২ জন প্রার্থী সংসদ সদস্য পদে নির্বাচনে অংশগ্রহণ করেন। তাদের মধ্যে নির্বাচন কমিশন নির্ধারিত ভোট না পাওয়ায় ২৫ জন হারিয়েছে জামানত।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী সরদার শাহজাহান পেয়েছেন ৩৭৬ ভোট। ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীকের মোঃ শামসুল হক পেয়েছেন ২৭৭ ভোট। তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের মোঃ জয়নাল আবেদীন পেয়েছেন ৪০১ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী মোছাঃ পারভীন খাতুন পেয়েছেন ১৯০ ভোট। এই আসনের ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন।
পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম’র নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী পেয়েছেন ৪ হাজার ৩৮২ ভোট। ন্যাশনার পিপলস্ পার্টির আম প্রতীকের মোঃ আজিজুল হক পেয়েছেন ৩৬৬ ভোট। তৃণমূল বিএনপির সোনালী আশ প্রতীকের মোঃ আবুল কালাম আজাদ পেয়েছেন ৪০৪ ভোট। স্বতন্ত্র ঈগল প্রতীকের মোঃ আব্দুল আজিজ খান পেয়েছেন ২০১৩ ভোট। জাতীয় পাটির লাঙল প্রতীকের মোঃ মেহেদী হাসান রুবেল পেয়েছেন ২০২২ ভোট, বাংলাদেশ তরিকত ফেডারেশন-বিটিএফ’র ফুলের মালা প্রতীকের মোঃ মোমিনুল ইসলাম পেয়েঠেন ৩৬৬ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল- জানদের মশাল প্রতীকের শেখ আনিসুজ্জামান পেয়েছেন ২৮১ ভোট। এই আসনে ৮ জন প্রার্থী মধ্যে ৭ জন প্রার্থীই তাদের জামানত হারিয়েছেন।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে জাতীয়পাটির লাঙল প্রতীকের মীর নাদিম মোহাম্মদ ডাবলু পেয়েছেন ৭৩২ ভোট। বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মোঃ আজিজুল হক পেয়েছেন ২৫১ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের মোঃ আবুল বাশার শেখ পেয়েছেন ১৭৫ ভোট। গণতন্ত্রী পাটির কবুতর প্রতীকের প্রার্থী মোঃ খাইরুল আলম পেয়েছেন ২৭৪ ভোট। ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীকের মোঃ বেল্লাল মোল্লা পেয়েছেন ৪৩০ ভোট। বাংলাদেশ সুপ্রীম পাটি-বিএসপি’র একতারা প্রতীকের প্রার্থী মোঃ মাহবুবুর রহমান জয় চৌধুরী পেয়েছেন ৪১২ ভোট। এই আসনের ৮ জন প্রার্থীর মধ্যে ৬ জন জামানত হারিয়েছেন।
পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী মোঃ আতাউল হাসান পেয়েছেন ৮২৬ ভোট। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের মশাল প্রতীকের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক পেয়েছেন ১০৬০ ভোট। ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীকের প্রার্থী মোঃ মনছুর রহমান পেয়েছেন ৭৮৭ ভোট এবং জাতীয় পাটির লাঙল প্রতীকের প্রার্থী মোঃ রেজাউল করিম পেয়েছেন ১৫৩৩ ভোট। এই আসনের ৬ জন প্রার্থীর মধ্যে ৫ জন জামানত হারিয়েছেন।
পাবনা-৫ (সদর) আসনে জাতীর পাটির লাঙল প্রতীকের প্রার্থী আব্দুল কাদের খান পেয়েছেন ২৭৬৬ ভোট। তৃণমূল বিএনপির সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোঃ আফজাল হোসেন বটু পেয়েছেন ৩২৫৯ ভোট।  ন্যাশনাল পিপলস্ পাটির আম প্রতীকের প্রার্থী মোঃ আবু দাউদ পেয়েছেন ১৫৫৪ ভোট এবং বাংলাদেশের ওয়ার্কাসপার্টির হাতুড়ী প্রতীকের প্রার্থী মোঃ জাকির হোসেন পেয়েছেন ৩৩১৬ ভোট। এই আসনে ৫ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন।
জেলা রিটার্নিং কার্যালয়ের সূত্রে জানা যায়, পাবনা-১ আসনে মোট গ্রহণকৃত ভোট ১ লাখ ৭০ হাজার ৬১৮। বাতিল হয়েছে ২৬৭৩ ভোট। ৩৯.৫৩% ভোট পড়েছে। পাবনা-২ আসনে মোট গ্রহণকৃত ভোট ১ লাখ ৭৮ হাজার ৬২৮ ভোট। বাতিল হয়েছে ২৯৫২ ভোট। ৫১.৩০% ভোট পড়ছে। পাবনা-৩ আসনে মোট গ্রহণকৃতঁ ভোট ২ লাখ ২২ হাজার ৬৪৭ ভোট। বাতিল হয়েছে ৩৭৪৫ ভোট। ৪৯.৪০% ভোট পড়েছে। পাবনা-৪ আসনে গ্রহণকৃত ভোট ১ লাখ ৯০ হাজার ৯৫৬ ভোট। বাতিল হয়েছে ৪৬৬৫ ভোট। ৪৬.৫৫% ভোট পড়েছে। পাবনা-৫ আসনে মোট গ্রহণকৃত ভোট ১লাখ ৭২ হাজার ২৫৫ ভোট। বাতিল হয়েছে ৪১০০ ভোট। ৩৫.৩৪% ভোট পড়েছে।
জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী তারাই জামানত হারাবেন। যারা গ্রহণকৃত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগেরও কম পাবেন। সে হিসেবে পাবনার ৫ টি সংসদীয় আসনে ৩২ জন অংশগ্রহণকারী প্রার্থীদের মধ্যে ৫ জন নির্বাচিত প্রার্থীসহ পাবনা-১ আসনে বিজয়ী প্রার্থীর নিকটতম  প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়দ এবং পাবনা-৩ আসনে বিজয়ী প্রার্থীর নিকটতম  প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদের জামানত বাজেয়াপ্ত হয়নি। বাকি ২৫ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
শেয়ার করুন:

Recommended For You