নির্বাচনী এজেন্ট ও সমর্থকদের ওপর হামলা’র প্রতিবাদে নরসিংদী সদর ১ আসনের স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুল এক সাংবাদ সম্মেলন করেছেন।
সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৪ টায় নরসিংদী শহরের বাসাইল শাপলা চত্তর এলাকায় তার নিজ অফিসে এই সংবাদ সম্মেলন করেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-১ সদর আসনে নৌকা প্রতীকে নির্বাচিত আওয়ামী লীগ নেতা ও নরসিংদী সদর আসনের বর্তমান এমপি লেঃ কর্ণেল (অবঃ) মোহাম্মদ নজরুল ইসলাম হীরুর কর্মী সমর্থকরা আজ সকালে পরাজিত ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মোঃ কামরুজ্জামান কামরুল এর কর্মী সমর্থক ও এজেন্টদের বাড়ী বাড়ী গিয়ে হামলা, ভাংচুর ও নির্যাতনের অভিযোগ আনেন তিনি।
সাংবাদ সম্মেলনে নির্যাতিতরা বলেন, এমপি’র সমর্থক এসএম কাইয়ুম, শাহিদুর, আজিজ, আলমগীর মোল্লা ও জেরিন এর নেতৃত্বে নৌকা প্রতীকের লোকজন ঈগল প্রতীকের সমর্থক শহরের পশ্চিম কান্দাপাড়া’র(রাঙ্গামাইট্টা) রহিমা বেগম, শেফালী বেগম, রেশমি বেগম, মনি বেগম, মুক্তা বেগম, জোনায়েদ, জয়া বেগম, চৌয়ালা এলাকার চা-ঁদোকানী মারফত আলী এর উপর হামলা করেছে। তারা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবী করেছেন এবং নরসিংদীর পুলিশ সুপার এর নিকট এ ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন।
ঈগল প্রতীকের পরাজিত স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান কামরুল সাংবাদিকদের জানান, করিমপুরসহ কয়েকটি কেন্দ্রে নৌকার সমর্থকরা জোরপূর্বক সীল মেরে তার পরাজয় নিশ্চিত করে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
এসময় উপস্থিত ছিলেন; তার প্রধান নির্বাচনী এজেন্ট শামীম নেওয়াজ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা কাজী মোহাম্মদ আলী, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, আওয়ামী লীগ নেতা এড. এএনএম জামান প্রমুখ।