সাতক্ষীরায় ৪ আসনের মধ্যে ৩ টিতে নৌকা জয় 

সাতক্ষীরায় ৪টি আসনের মধ্যে ৩ টিতে নৌকা ও একটিতে লাঙ্গল প্রতীকের প্রার্থী বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছে। তারা হলেন সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন(নৌকা),সাতক্ষীরা-৩ ডা.আ ফ ম রুহুল হক(নৌকা), সাতক্ষীরা-৪ এস এম আতাউল হক দোলন(নৌকা) এবং সাতক্ষীরা সদর-২ মো. আশরাফুজ্জামান আশু(লাঙ্গল)।
রবিবার(০৭ জানুয়ারি)রাতে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ঘোষিত ফলাফলে জানান, সাতক্ষীরা-১(তালা-কলারোয়া)আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন।তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লক্ষ ৪৪ হাজার ৯৯।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখ্ত পেয়েছেন ২৬ হাজার ৮২১ ভোট।এই আসনে ২ লক্ষ ২ হাজার ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।যা শতকরা ৪২.৮%।৩টি থানার ২৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভার নিয়ে গঠিত এই আসনে এবার মোট ভোটার ৪ লাখ ৭২ হাজার ৪৩জন।এই নির্বাচনী এলাকায় মোট ভোট কেন্দ্র ১৬৮টি। ৫০টি অস্থায়ী ভোট কক্ষসহ মোট ভোট কক্ষ ৯৮৯টি।সাতক্ষীরা-১ আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন ১০ জন প্রার্থী ।
সাতক্ষীরা সদর-২ আসনে মহাজোট মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী বর্তমান এমপি মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।এই আসনে ১ লক্ষ ৩০হাজার ৬৪৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।যা শতকরা ৩২%।সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই আসনে এবার মোট ভোটার ছিল ৪ লাখ ৬০৮জন। ভোট কেন্দ্র ছিল ১৩৮টি।সাতক্ষীরা-২ আসনে প্রতিদ্বন্দ্বী করেন ৭ জন প্রার্থী।
সাতক্ষীরা-৩ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা.আ ফ ম রুহুল হক।তার প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৮৭৩। তার নিকট তম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী মো.আলিফ হোসেন পেয়েছে ১২ হাজার ৪৭৩ ভোট। ভােট।এই আসনে ২ লক্ষ ৩ হাজার ৪৫৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।যা শতকরা ৪৩.২২%। সাতক্ষীরা-৩ আসনে এবার মোট ভোটার ছিল ৪ লাখ ৩১ হাজার ৩৮০ জন এবং জোর প্রতিদ্বন্দ্বীতা করেন ৬জন প্রার্থী।
সাতক্ষীরা-৪ আসনে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। প্রাপ্ত ভোটের সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৪৬। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন(বিএনএম)এর নোঙ্গর প্রতীকের প্রার্থী সাবেক সাংসদ ও হুইপ এইচ এম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ৯৪৬ ভোট।এই আসনে ২ লক্ষ ১৯ হাজার ৯৭২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।যা শতকরা হিসাবে ৪৯.৭%।এই আসনে মোট ভোটার ৪ লাখ ৪২ হাজার ১৯৩জন এবং এখানে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থী ছিল ৭জন। সাতক্ষীরা ৪ টি আসনে শতকরা হিসাবে ৪৩.২২% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মু. মতিউর রহমান সিদ্দিকী,স্থানীয় সরকারের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চারটি নির্বাচনী এলাকায় ৬০২টি ভোট কেন্দ্রে প্রায় সাড়ে ১৭ লাখ ভোটার ছিল।নির্বাচনে বিএনপি-জামায়াতসহ সমমনা জোটের বর্জনের মুখেও ১০টি নিবন্ধিত রাজনৈতিক দলের ২২জন এবং ৮জন স্বতন্ত্র প্রার্থীসহ ৩০জন প্রতিদ্বন্দ্বীতা করেন।
শেয়ার করুন:

Recommended For You