জামালপুর-১ আসনে ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

জামালপুর-(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে জাতীয় পার্টি, কৃষক শ্রমিক জনতালীগ ও তৃণমূল বিএনপির মনোনীত তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হযেছে। নিয়ম মাফিক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসন থেকে এমপি পদে মোট প্রার্থী হন ৪ জন। এর মধ্যে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ(নৌকা), জাতীয় পার্টির মনোনীত এস এম আবু সায়েম(লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন(গামছা) ও তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা(সোনালী আশ)।
৭ জানুয়ারির নির্বাচনে জামালপুর-১ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২লাখ ৩৮ হাজার ১৯৩। এর মধ্যে  আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ(নৌকা) পেয়েছেন ২লাখ ২৮ হাজার ২৪৭ ভোট, জাতীয় পার্টির মনোনীত এস এম আবু সায়েম(লাঙ্গল)পেয়েছেন মোট ৬ হাজার ৭০ ভোট, কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন(গামছা)পেয়েছেন ২ হাজার ৭৫৯ ভোট ও তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা(সোনালী আশ) পেয়েছেন ১ হাজার ১১৭ ভোট।
নিয়ম অনুযায়ি জামানত ফিরে পেতে হলে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের  ১ ভাগ ভোট পেতে হয়। জাতীয় পার্টির মনোনীত এস এম আবু সায়েম(লাঙ্গল), কৃষক শ্রমিক জনতা লীগের আব্দুল্লাহ আল মামুন(গামছা) ও তৃণমূল বিএনপির গোলাম মোস্তফা(সোনালী আশ) প্রদত্ত ৮ ভাগের ১ ভাগ ভোট পাননি। তাই তাদের জামানত ফিরে পাওয়ান সুযোগ নেই। তাদের জামানতের টাকা সরকারী কোষাগারে জমা হবে।
শেয়ার করুন:

Recommended For You