জামানত হারালেন লক্ষ্মীপুর-২ আসনে প্রতিদ্বন্ধীতাকারী ১২ প্রার্থী  

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী লক্ষ্মীপুর অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। জেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১১ ভোট এবং জেলার সবচেয়ে বেশী ভোট পড়েছে ২য় বারের মতো উত্তর চরবংশী ইউনিয়ন। প্রায় ১৬ হাজার ভোট পড়েছে এই হউনিয়নের কেন্দ্র গুলোতে। এক ডজন প্রার্থী জামানত হারিয়েন। 

নুর উদ্দিন চৌধুরী নয়ন ২০২১ সালের উপ-নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। নয়নের নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক এমপি কাজী শহীদুল ইসলাম পাপুলের স্ত্রী স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম (ঈগল) পেয়েছেন ৯ হাজার ২৮ ভোট। এই আসনের মোট ভোট কেন্দ্র ১৪৬টি। এর মধ্যে রায়পুর উপজেলায় ৭৯টি এবং সদর উপজেলায় ৬৭টি কেন্দ্র। লক্ষ্মীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৪২৬। পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৮৮৯, নারী ভোটার ২ লাখ ১৯ হাজার ৫৩৫, তৃতীয় লিঙ্গের ২ জন। ভোট কেন্দ্র ১৪৬। মোট প্রার্থী ১৩ জন।
তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), জাসদের মো. আমির হোসেন (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), বাংলাদেশ কংগ্রেস জোটের মো. মনসুর রহমান (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাত ঘড়ি) মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমন (ছড়ি), স্বতন্ত্র চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (তরমুজ), স্বতন্ত্র সেলিনা ইসলাম (ঈগল), স্বতন্ত্র এফএম জসিম উদ্দিন (ট্রাক)।
শেয়ার করুন:

Recommended For You