ফেনীর ৩টি আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ  চলছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর ৩টি আসনে ৩৯৯টি কেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে।
প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা এরইমধ্যে নিজ নিজ কেন্দ্রে তাদের ভোট প্রদান করছেন। নির্বাচনের পরিবেশ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্র ও কেন্দ্রের বাইরে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনী। এছাড়াও রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নেতৃত্বাধীন মোবাইল টিম।
জেলার তিনটি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তায় জেলায় সাড়ে ১১শ পুলিশ সদস্য, চার হাজার ৮৬৮ জন আনসার- ভিডিপি সদস্য, ৮০ জন, বিজিবি  আট প্লাটুন ও সেনাবাহিনীর ৩৫০জন সদস্য নিয়োজিত রয়েছে।

Recommended For You