ভোটের আগেরদিন দূর্গম ১২৬টি কেন্দ্রে পাঠানো হয়েছে ব্যালট পেপার

উপকূলীয় জেলা বাগেরহাটের ৪টি আসনের ১২৬টি  ভোট কেন্দ্র দূর্গম হওয়ায় নির্বাচনের একদিন আগে পৌছে দেয়া হয়েছে ব্যালট পেপারসহ নির্বাচনী  সরঞ্জাম।
শনিবার দুপুর ১টা থেকে এসব দূর্গম কেন্দ্রে নিছিদ্র নিরাপত্তা ব্যাবস্থার মধ্যে এই কাজ সম্পন্ন করা হয়েছে । জেলার ৪টি সংসদীয় আসনের ৪৮৮ ভোট কেন্দ্রের মধ্যে বাকী  ৩৬০টি কেন্দ্রের ব্যালট পেপার ভোটের দিন (৭ জুনুয়ারী) ভোর ৪টা থেকে ৬টার মধ্যে কেন্দ্রে পৌছে দেওয়া কথা জানিয়েছেন বাগেরহাট জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।
জেলার ৪৮৮ টি কেন্দ্রের ২ হাজার ৭৯৬টি ভোট কক্ষ রয়েছে। জেলায় মোট ভোটর ১২ লাখ ৮১ হাজার ১৩৪ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৪৪ হাজার ৮৬ জন এবং নারী ভোটার ৬ লাখ ৩৭ হাজার ৪০ জন।

Recommended For You