লক্ষ্মীপুরে একটি অটোরিকশা ও সিএনজিতে ভাঙচুর করছে দুর্বৃত্তরা

শনিবার (৬ জানুয়ারি) সকালে সদর উপজেলার লক্ষ্মীপুর-টু-রামগতি সড়কের ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ দুইটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এর আগে রাতে ও সকালে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করা বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থন জানিয়ে দলটির নেতাকর্মীরা ওই এলাকা বিক্ষোভ মিছিল করে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার ঢাকা মেইলকে জানান, হরতাল সমর্থনে সকালে ভবানীগঞ্জ এলাকায় বিএনপি বিক্ষোভ-মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। গাড়ি ভাঙচুরের কোনো ঘটনা তার জানা নেই। চাঁদপুরে বাসে আগুন, হেলপার দগ্ধ চাঁদপুর শহরের বাস স্ট্যান্ডে অবস্থানরত আনন্দ পরিবহন নামে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িতে ঘুমিয়ে থাকা হেলপার খোকন মিয়া দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত হয়েছেন গাড়ির চালক নাছির উদ্দিন বিপ্লব।
শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। চালক নাছির উদ্দীন বিপ্লব জানান, হেলপারসহ তারা দুজন বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার পর তারা লাফিয়ে গাড়ি থেকে নেমে যায়। এসময় তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। নোয়াখালী চাঁদপুরের মধ্যে চলাচলকারী আনন্দ পরিবহন বাসের মালিক শম্ভু চন্দ্র দাস দাবি করেন, কয়েকজন মুখোশধারী যুবক এসে গাড়িতে আগুন লাগিয়ে দেয়। গাড়িটি গতকাল নির্বাচনী কাজে নিয়োজিত ছিল। আজকে আবারো নির্বাচনের কাজে যাওয়ার কথা ছিল।
চাঁদপুর ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশন এর উপ-পরিচালক সানোয়ার হোসেন বলেন, খবর পেয়ে দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে বাসের সিট ও গ্লাস আংশিক পুড়ে যায়। তদন্তের পর বলা যাবে, কিভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।  চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ মুহসীন আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি কয়েলের আগুন। তবে এ ঘটনায় তদন্ত চলছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
শেয়ার করুন:

Recommended For You