পৌষের শীতে কাঁপছে চুয়াডাঙ্গা

পৌঁষের হাড় কাঁপানো শীতে কাঁপছে চুয়াডাঙ্গা। গত কয়েকদিনের তুলনায় কমছে তাপমাত্রা। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না এ জেলায়। ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ।
শীতে সময় মতো কাজে যেতে পারছেন না তারা। নষ্ট হচ্ছে ধানের বীজতলা। তীব্র ঠান্ডায় দেখা দিচ্ছে শীতজনিত নানা রোগ। হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়া পর্যবেক্ষক রকিবুল হাসান জানান, আগমী ১০-১২ তারিখ পর্যন্ত তাপমাত্র ১০-১১ ডিগ্রির মধ্যে উঠানামা করবে।
এরপর ঘন কুয়াশা কেটে গেলে তাপমাত্রা আরও কমে আসবে। তখন চুয়াডাঙ্গার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আজ চুয়াডাঙ্গা সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
শেয়ার করুন:

Recommended For You