মাশরাফি ভোট দেবেন টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজা

রবিবার (৭ জানুয়ারি) নড়াইল টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রে ভোট দেবেন মাশরাফি, তার ঘনিষ্ঠজন সূত্রে এমনটাই জানিয়েছে। মাশরাফির ঘনিষ্ঠ বন্ধু সুমন কুমার দাস ও নড়াইল পৌরসভার কাউন্সিলর শরফুল আলম লিটু জানান, মাশরাফির ভোটকেন্দ্র হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ। এ কেন্দ্রেই তিনি ভোট দেবেন। তবে কখন ভোট দেবেন বিষয়টি তিনি (মাশরাফি) নিশ্চিত করেননি। নড়াইল-২ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে নারী ভোটার সংখ্যা ১ লাখ ৮৩ হাজার ৭৩৯ জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯৯০ জন। এ আসনে ১৪৭টি কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ৮১১টি ভোটকক্ষ প্রস্তুুত করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী বলেন,‘শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ম্যাজিস্ট্রেট,পুলিশ, বিজিবি, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে কাজ
করছে।’

 

শেয়ার করুন:

Recommended For You